আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে জনাব তারেক রহমান ও মির্জা ফখরুল এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ১৯ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:০৮ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাাবিদ, প্রসিদ্ধ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী আজ ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন"। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। তিনি ছিলেন দেশের একজন গুণী ও পন্ডিত আলেম। ইসলামী জ্ঞানচর্চা ও ইসলামের মহান আদর্শ প্রচারের পাশাপাশি তিনি সামাজিক নানা কর্মকান্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। অন্যায়, অবিচার ও অনৈতিকতার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। শত জুলুম-নির্যাতন, প্রলোভন উপেক্ষা করে তিনি তাঁর আদর্শ ও কর্তব্যে অটল ছিলেন। নম্রতা, বিনয় ও সৌজন্য ছিল তাঁর ব্যক্তি চরিত্রের অন্যতম গুণ।
আমি তাঁর শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলআমিন তাঁকে বেহেস্ত নসীব করুন, এই দোয়া করি।”
পৃথক শোকবার্তায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবু নগরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দ্বীনি আলেম ও হেফাজতে ইসলামের আমির মরহুম জুনাইদ বাবু নগরী বাংলাদেশে ইসলামী জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তাঁর ইন্তেকালে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ জুনাইদ বাবু নগরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যাঁর অভাব সহজে পূরণ হবার নয়। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”