ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুল ও অনিন্দ্য ইসলাম অমিতের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ এএম, ২৩ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২০ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের বাসিন্দা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির এর মাতা মনোয়ারা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারনে আজ রোববার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মনোয়ারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, মনোয়ারা বেগমের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের মতো তিনিও গভীর ভবে সমব্যাথী। মরহুম মনোয়ারা বেগম পরহেজগার নারী হিসেবে এলাকাবাসীর নিকট শ্রদ্ধাভাজন ছিলেন উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসপ্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুনগ্রাহীসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরের মাতা মনোয়ারা বেগম ও একইদিন দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের বিষহরি গ্রামের বাসিন্দা বিএনপি নেতা অধ্যাপক মমিন উদ্দিনের মাতা সোনাভান বিবি (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। এদিন মাগরিববাদ মমিন উদ্দিনের মাতার ও রাত ৯টায় হুমায়ুন কবিরের মাতার জানাজা শেষে নিজনিজ পারিবারিক কবরস্থানে লাশদাফন করা হবে বলে ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন।