করোনা ভ্যাকসিনের টীকার অনিশ্চয়তা নিয়ে জনগণের মধ্য হতাশার সৃষ্টি হয়েছে - ইকবাল হাসান মাহমুদ টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ পিএম, ২৩ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ১১:০৯ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ বিএনপির জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, করোনা ভ্যাকসিনের টীকা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিভ্রান্তি মূলক বক্তব্য ও বিবৃতিতে নিয়ে চরম অনিশ্চয়তায় জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জে ইবি রোডস্থ জেলা বিএনপি অফিসে স্থাপিত করোনা হেল্প সেন্টারে আকস্মিকভাবে উপস্থিত হয়ে দেড় মাসের অধীক সময় ধরে পরিচালিত জেলা বিএনপির হেল্প সেন্টারের কার্যক্রম পরিদর্শন করে উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দ্যোশে দিক নির্দেশনামুলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একদিকে নিবন্ধণ করেও মাসের পর মাস অনিশ্চয়তায় কাটাচ্ছে মানুষ, অন্যদিকে বেসরকারি ক্লিনিকে টাকার বিনিময়ে টীকা বিক্রয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনগণের মধ্যে চরম বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে। চরম অব্যবস্থাপনা, টীকা প্রদানের অনিশ্চয়তা ও দূর্নীতি পরিস্থিতিকে আশংকা জনকভাবে জটিল করে তুলেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করায়করোনাভাইরাসে সংক্রমণের মধ্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময়োপযোগী দিকে নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের যৌথ উদ্যোগে
সারাদেশে দলের ৭০টি জেলা ও মহানগর কার্যালয়ে 'করোনা হেল্প সেন্টার' খুলেছে বিএনপি।আর নির্দেশ না থাকার পরও আমাদের নেতা-কর্মীরা থানা ও উপজেলায় করোনা হেল্প সেন্টার খুলেছে। করোনা হেল্প সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, ওষুধসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন
করোনা হেল্প সেন্টারের অসহায় রোগীদের জন্য ফ্রি ওষুধের ব্যবস্থাসহ মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, ডাঃ আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপি, থানা বিএনপি, জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু অন্যন্য নেতৃবৃন্দ।