কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৬ পিএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:০৪ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং সহ সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মশিউর রহমান রনিসহ সকল নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক কাঁচপুরে সোনারগাঁও থানা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণ করেন সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজালাল, সিফাত আদনান, তাইজুল ইসলাম, আরিফুল, সোনারগাঁ পৌর ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সদস্য, রনি, জনি, সোনারগাঁ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আল মামুন, সদস্য শাকিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা আল আমিন অভি, রুবেল নিলয়, ওমর ফারুক, আতিক হাসান লেনিন, সজিব, সবুর হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।