পরিবহন ও আবাসন ফি মওকুফসহ ৬ দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৯ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৩৭ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন পরিবহন ও আবাসন ফি মওকুফসহ ৬ দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামকে এই স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।
৬ দফার অন্যান্য দাবিগুলো হলো- অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাশ পরীক্ষা নিশ্চিত করতে হবে, সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে, আবাসিক হলে চুরির ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তি প্রদান করতে হবে ও ক্যাম্পাস খুলে সকল সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, করোনার অজুহাতে প্রায় দেড় বছর বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। এসময় শিক্ষার্থীদের সকল সেবা বন্ধ থাকলেও সেশন ফির সাথে অন্যান্য ফি প্রদানের নোটিশ প্রেরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থীরা আর্থিক সংকটে আছেন। এসময় শিক্ষার্থীদের উপর সকল ফি চাপিয়ে দেয়া অমানবিক ও অযৌক্তিক। তাই ইসলামী বিশববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাখা ছাত্রদল এই অযৌক্তিক আবাসন ফি ও পরিবহন ফি মওকুফের জোর দাবি জানাচ্ছে।
দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব বলেন, "অতিমারী করোনার প্রকোপে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। আমরা লক্ষ্য করেছি এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে কোন আবাসিক বা পরিবহন সেবা গ্রহন না করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফি গ্রহনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের এই উদ্যোগের তীব্র বিরোধীতা ও নিন্দা করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অনতিবিলম্বে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের করোনা ভ্যাক্সিন নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে সকল ছাত্র সংগঠনের সহবস্থান ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত সহ ৬ দফা দাবি পেশ করেছি"।