ষড়যন্ত্র করে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ধমিয়ে রাখা যাবে : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ এএম, ৪ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:২৫ এএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
ষড়যন্ত্র করে বিএনপিকে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে ধমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১/১১ সরকার ক্ষমতা নেয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারারুদ্ধ করে। আগামী দিনে এ ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করবে।
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় নবগঠিত ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএইচ ইমরানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ রাব্বানী সুমন, আবুল কাশেম ডলার, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছম আলী, শ্রমিক দল নেতা সেকান্দর আলী, যুবদল নেতা ফরহাদ আল রাজি, মাসুদ চৌধুরী, ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম রহিম, শওকত আল হাসান, মিজানুর রহমান মানিক, সজল তালুকদার প্রমূখ।
এর আগে উপজেলা সদরে তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী কলেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।