সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সবুজকে গ্রেফতার করায় মহাসচিব মির্জা ফখরুল ও টুকুর নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ পিএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচিত সাবেক পরিচালক ও সিরাজগঞ্জ ট্রাক-ট্যাংকলরি মালিক সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি মোঃ নুর কায়েম সবুজকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, সয়াধানগড়া মহল্লার সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার গ্রেফতারি ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আজ বুধবার দুপুরে কোর্টে সোপার্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নুর কায়েম সবুজের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন জানান, বুধবার বেলা পৌনে তিনটার সময় চীফ জুডিশিয়াল ১ নং আদালতে জামিনের আবেদন করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন আবেদ না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিন। বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে সবুজকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি ফ্যাসিস্ট সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারে উম্মত্ত হয়ে উঠেছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং নেতা-কর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি ও বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করে আতংক ছড়াচ্ছে। কিন্ত মধ্যরাতের ভোটারবিহীন নির্বাচনের জুলুমাজ সরকারের দমন-নিপীড়ণে জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী নেতা-কর্মীরা ভয়ে ভীত নয়,বরং তারা আরো সাহসী হয়ে, বলীয়ান হয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে গর্জে উঠবে।
অন্যদিকে সবুজকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের কোন গণভিত্তি নেই। সরকারের দুঃশাসন দমন-নিপীড়ণে জনগণ অতিষ্ট হয়ে উঠেছে। জনরোষ থেকে বাঁচার জন্য জনবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। কিন্ত এতে তাদের শেষ রক্ষা হবে না।
এছাড়াও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মজিবর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, আলমগীর আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর কায়েম সবুজকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানান।