দেশ এবং দলের প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে - আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:১২ এএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর দলের কর্মীদেরকে মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে। 'দেশ এবং দলের প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে' বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ মঙ্গলবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি'র কার্যালয় ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি গঠিত সাংগঠনিক টিম সমূহের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামীতে রাজপথে যে কর্মসূচি থাকবে-তাতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক ও টীম-১ এর টিম লিডার নবী উল্লাহ নবী, টীম-২ এর টিম লিডার ইউনুস মৃধা, টীম-৩ এর টিম লিডার আবদুস সাত্তার, টীম-৪ এর টিম লিডার মোশাররফ হোসেন খোকনসহ টীম সমূহের সদস্যবৃন্দ।
বার্তা প্রেরক