পেশাজীবীদের সাথে বৈঠকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ এএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৩০ এএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের সঙ্গে দুই দফা বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।
টানা দুই দিনের বৈঠকে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় প্রথম দিনের বৈঠক শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন, আইনজীবী ফোরাম, ডাক্তার এসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, এগ্রিকালচার এসোসিয়েশন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম, আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট, আইনজীবী ফোরাম, ঢাকা জজ কোর্ট, ঢাকা আইনজীবী সমিতি, এমবিএ এসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, ডিপ্লোমা এগ্রিকালচার এসোসিয়েশন, নার্সেস এসোসিয়েশন, টেক্সটাইল এসোসিয়েশন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন, ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন, ইউনানি আয়ুর্বেদী ডাক্তার এসোসিয়েশন, ২০টি পেশাজীবী সংগঠন গতকালের বৈঠকে অংশ নিয়েছে।
বৈঠকের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের উদ্দেশ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি, গণতন্ত্রের যে সংকট, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর থেকে উত্তরণে আপনাদের মতামত রাখার আহ্বান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান।
পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন- অ্যাড. জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, ফরহাদ ডালিম ডোনার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাড. মাসুদ তালুকদার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাড. আবেদ রেজা, অ্যাড. তৈমূর আলম খন্দকার, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাড. তৌহিদুল ইসলাম, অ্যাড. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, ডাক্তার মো. আব্দুস সালাম, ডাক্তার মো. আব্দুস সেলিম, ডাক্তার শহিদুল আলম, ডাক্তার মো. সিরাজুল ইসলাম, ডাক্তার ডা. শফিকুল হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুল আলম, রিয়াজুল ইসলাম রিজু, সেলিম ভূঁইয়া, শামীমুর রহমান শামীম, অ্যাড. আবদুল জব্বার ভূঁইয়া, অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল, অ্যাড. ওমর ফারুক ফারুকী, অ্যাড. আজিজুল ইসলাম খান, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ জি কে এম মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অ্যাড. খন্দকার মোহাম্মদ হজরত আলী, অ্যাড. আনিসুর রহমান আনিস, অ্যাড. তাসলিমা আক্তার, অ্যাড. রমিজ উদ্দিন আহমেদ, প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান সেন্টু, প্রকৌশলী মুসলিম উদ্দিন, জাকির হোসেন, মওলানা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপিকা কামরুন নাহার লিজি, জাহানারা সিদ্দিকী, শেখ মনিরউদ্দিন, কামরুল হাসান সদ্দার, ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, ডাক্তার মো. ফখরুজ্জামান, জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসাইন, প্রকৌশলী ফখরুল আলম, প্রকৌশলী আনোয়ার হোসেন, রোকেয়া চৌধুরী বেবি, পারভিন কাওসার মুন্নী, সুমনা আক্তার স্মৃতি, শাহনাজ আক্তার, রফিকুল ইসলাম, এ কে এম মুসা লিটন, মামুনুর রশীদ, কামরুজ্জামান কল্লোল, ডাক্তার মির্জা লিটন, ডাক্তার আমিনুল বারী কাকনসহ মোট ১০২ জন।
শোক প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। পরিচালনা করেন দপ্তর সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সহযোগিতায় ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসন একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।