বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়নের কবলে পতিত হয়েছে : এনপিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ এএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৪১ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, ২০০৭ সালে এনপিপি একটি লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছিল। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। এখন বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়নের কবলে পতিত হয়েছে। পেশি শক্তি ও কালো টাকার কাছে রাজনীতি এখন বন্দি। সত্যিকারের জনকল্যানের জন্য এখন আর কেউ রাজনীতি করছে না। কিন্তু জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু জনকল্যানের জন্য একটি আদর্শ দল তৈরী করতে চেয়েছিলেন। সেই লক্ষে তিনি একটি স্লোগান তুলেছিলেন। সেই স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। আমরা এই স্লোগানকে ধারন করে সৎ এবং আদর্শ দল হিসেবে এনপিপিকে প্রতিষ্ঠা করতে চাই। এরই মধ্যে হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশে এনপিপি বিস্তার লাভ করেছে। এনপিপি ও এনডিএফকে আরো সু-সংগঠিত করার জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এনপিপি’র অংঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস্ মহিলা পার্টি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্র বিকাশের জন্য শুভকর নয়। কারন তত্ত্বাবধায়ক সরকার একটি অনির্বাচিত সরকার। আমরা নিরপেক্ষ এবং সুষ্ঠ ভোটের কথা বলছি। কিন্তু আমরা একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন চাচ্ছি। যাহা সবিরোধী বলে আমার মনে হয়। তাই আমরা সংবিধানে নতুন আইন করে নিরপেক্ষ ও সৎ লোকের নির্বাচন কমিশন চাই। যারা সুষ্ঠ নির্বাচন করতে পারবে। নির্বাচন কালীন সময়ে সরকারের শুধু রুটিন কাজ করবে এবং নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাহী দায়িত্বে থাকবে। যা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিদ্যমান। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আপনি দেশের যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের সুফল যদি জনগণকে ভোগ করতে হয় তাহলে আমলাতন্ত্রের দৌরাত্ব্য এবং দুর্নীতি কঠিন হস্তে দমন করতে হবে। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখনও এদেশে অনেক সং লোক আছে। তিনি আরো বলেন, আমরা গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করছি। তাই আগামী ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।