সহিংসতার নাটক সাজিয়েছেন আওয়ামীলীগরাই নিজেই - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ এএম, ২৪ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৩১ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবরাই বলতে পারেন এতদিন কুমিল্লার ইকবাল কোথায় ছিলেন। কারণ তারাই এই নাটকের নাট্যকার, পরিচালক।
আজ শনিবার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশব্যাপী বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ডা.সিরাজুল হক কারিগরী কলেজে অনুষ্ঠিত কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুছ ছালাম সভাপতিত্বে করেন। কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, আবু রায়হান পলাশ, ঝিনাইগাতি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ প্রমুখ।
কর্মীসভায় এমরান সালেহ প্রিন্স বলেন আওয়ামী লীগ নেতারা কথায় কথায় উন্নয়ন, অর্জন,সাফল্যের কথা বলেন। এতই যদি উন্নয়ন, সাফল্য হয়ে থাকে তাহলে গণতন্ত্র ও রাজনীতি উন্মুক্ত করে পদত্যাগ পূর্বক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দেন না কেন? আসলে তাদের কোনো অর্জন বা সাফল্য নাই। গত এক যুগে আওয়ামী লীগ জনগনের অধিকার হরণ, নির্বাচনী ব্যাবস্থা ধ্বংস, দমন-নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, ষড়যন্ত্র, চক্রান্ত করেছে। তারা মুখে যে কথা বলে, কাজে অন্যটা করে। আওয়ামী লীগ অপকর্ম করে তার দায় বিএনপির ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। সমাজকে বিভাজিত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দুর্গাপূজা চলাকালে পুজামন্ডপে হামলা, ভাংচুর তার প্রমান। পুজামন্ডপে হামলা করলো আওয়ামী লীগ, মামলা করছে নিরীহ বিএনপি নেতাদের নামে। এমনকি ৬ মাস ধরে কারাগারে আটক বিএনপি নেতাদের নামেও পুজায় হামলার মিথ্যা মামলা দিয়েছে। মিথ্যাচার, দমন -নিপীড়ন, গায়েবী মামলায় গিনিস বুকে যদি কারো নাম উঠে তবে আওয়ামী লীগের নাম থাকবে।
তিনি বলেন, দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে গণ আন্দোলনের বিকল্প নাই। গণ আন্দোলন সফল করতে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী সাংগঠনিক পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তার ঢেউ শেরপুরে এসে লেগেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ওয়ার্ড,ইউনিয়ন, পৌর,উপজেলা, জেলায় সম্মেন প্রক্রিয়া শেষ করতে হবে।
কর্মীসভায় মেয়াদ উত্তীর্ণ ঝিনাইগাতি উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়৷ আগামী ২ দিনের মাধ্যে জেলা কমিটি ঝিনাইগাতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করবে। এই কমিটি ওয়ার্ড,ইউনিয়ন শেষ করে ২০ নভেম্বরের মধ্যে ঝিনাইগাতি উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করবে।