ইবিতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীতে প্রশাসনের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ এএম, ৮ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৫০ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের বাধার মুখে পন্ড হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ ও শাখা ছাত্রদল এ কর্মসূচীর আয়োজন করে। এছাড়া ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেছে নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে বেলা সোয়া ১১ টায় অনুষদ ভবন থেকে র্যালি বের করে জিয়া পরিষদ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে বাধা দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মসূচীর অনুমতি দিলেও শিক্ষকদের সাথে পুলিশ অশোভন আচরণ করেন বলে অভিযোগ পরিষদের নেতাকর্মীদের। পরে ক্যাম্পাস পার্শবর্তী শেখপাড়া থেকে মিছিল নিয়ে ভিত্তিপ্রস্তরে ফুল দিতে আসে শাখা ছাত্রদল। এসময় জিয়া পরিষদকে ফুল দেয়ার অনুমতি দিলেও ছাত্রদলকে বাঁধা দেয় পুলিশ। ছাত্রদলকে ফুল দেয়ার অনুমতি না দেয়ায় কর্মসূচী বর্জন করে জিয়া পরিষদ।
এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, অধ্যাপক ড. আলীনুর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. এয়াকুব আলীসহ অন্যান্য নেতাকর্মী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শাখা ছাত্রদল থানা গেইট থেকে মিছিল নিয়ে শেখপাড়ায় গেলে আবারো পুলিশের বাধার মুখে পড়েন তারা। এসময় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই শামিমের নেতৃত্বে পুলিশ তাদের লঠিচার্জ করেন বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন ও যুগ্ম আহবায়ক রোকন উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, “পুলিশ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে ফুল দিতে দেয়নি আবার আমাদের উপর লঠিচার্জ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই আমরা প্রোগ্রামের আয়োজন করি। এর পরেও পুলিশ আমাদের সাথে খুবই বাজে আচরণ করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি।”