সরকার বিএনপিকে ভয় পায় বলেই আলোচনা সভাও করতে দিচ্ছেনা ওয়ারেছ আলী মামুন
জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ৮ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৫৭ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির পূর্বঘোষিত আলোচনা সভা করতে দেয়নি পুলিশ।
আজ রবিবার শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয় সকাল থেকে পুলিশ ঘেরাও করে রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার অনুমতি না পেয়ে সর্দার পাড়া পাঁচ রাস্তায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা করে জেলা বিএনপি।
আলোচনা সভায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ –সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করে বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলেই তারা এখন আমাদেরকে আলোচনা সভাও করতে দিচ্ছেনা। তিনি বলেন, পুলিশ দিয়ে বিএনপিকে থামিয়ে রাখা যাবেনা। তিনি আগামী দিনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সকল নেতা কর্মীদের সরকার পতনের আন্দোলনে অংশ গ্রহন করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন,শফিকুল ইসলাম খান সজিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।