নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২০ পিএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৫৩ এএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের খানপুর এলাকার নবগঠিত কমিটির সুপার ফাইভের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এবার খানপুর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশের প্রধান সমন্বয়ক ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ।
এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি প্রমুখ।