খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ায় এয়াতিমদের জন্য গরু সদগায়ে জারিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ২৮ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১২:০৭ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মহান আল্লাহ তাআলার রহমত কামনা করে গুরুতর রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য ইবাদত সমতুল্য আমল (গরু) সদগায়ে জারিয়া করা হয়েছে।
আজ রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য (গরু) সদগায়ে জারিয়া করে এয়াতিমখানায় বিতরন ও দিনব্যপি কোরআনখানী করা হয়। সদগায়ে জারিয়া হিসেবে একটি গরু জবাই করেন গাবতলী পৌরসভার মেয়র মো: সাইফুল ইসলাম। এরপর জবাই করা গরুর মাংস বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এতে মেয়র সাইফুল বলেন, বর্তমানে তিনি জীবণ মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়া বেশকিছু জটিল রোগে আক্রান্ত বিশেষজ্ঞ ডাক্তারা তাঁেক দ্রুত বিদেশে নিয়ে উন্নত সুচিকিৎসার ব্যবস্থ করার জন্য সুপারিশ করেছেন। তিনি অববিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক ছাবেদ আলী, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম পিন্টু, নুরেজ্জামান সজল, পৌরসভাধীন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধা: সম্পাদক শহীদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হাসনাত সাহিন, সাধা: সম্পাদক তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: ছালাম, সাধা: সম্পাদক কামরুল হাসান, সা: সম্পাদক মোশাররফ হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজেদ বিন রকেট, সাধা: সম্পাদক খোরশেদ আলম জুয়েল, সা: সম্পাদক আনোয়ার হোসেন রানা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সা: সম্পাদক শাজাহান আলী, সা: সম্পাদক মুগলু, ৬নং ওয়ার্ড বিএনপির সা: সম্পাদক আবু বকর সিদ্দিক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস্কেন্দার আলী ময়না, সা: সম্পাদক রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর, সা: সম্পাদক আব্দুল মান্নান, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, বিএনপি নেতা ওবাইদুর রহমান জ্যাক, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মোস্তফা কামাল কনক, গোফ্ফার আলী, শ্যামল তরফদার, আবুল কালাম আজাদ, যুবদল নেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলত জামান, সাফিউল ইসলাম পলাশ, জিল্লুর রহমান, হামিদুল হক শিলু, নিপুল, সাব্বির, ছনি, সেলিম রেজা, বাবু, রাজিব, রিমন, পেস্তা, এমদাদুল, রানা, আব্দুল্লাহ, আপেল, আ: মান্নান, সৌরভ, সোহেল রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আ: আলীম শাওন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, পৌর ছাত্রদল নেতা আব্দুল ওহাব, কামাল, রাকিব, মোমিন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছার রহমান, শ্রমিকদল নেতা সুমন, মহিলানেত্রী ববিতা প্রমুখ।