নোয়াখালী জেলা আ.লীগের যুগ্ম-আহ্বায়ক শাহীনের নেতৃত্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ পিএম, ২৮ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:০৮ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের টেন্ডার (এম আর এস) ড্রপকে কেন্দ্র করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিনকে নোয়াখালী জেলা আ.লীগের যুগ্ম-আহ্বায়ক শাহীনের নেতৃত্বে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিনের কক্ষে এ ঘটনা ঘটে।
তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের নের্তৃত্বে ৬০-৬৫ জনের একটি দল ২০২১-২০২২ অর্থ বছরের টেন্ডার (এম আর এস) ড্রপ করার জন্য আসেন। এ সময় শিহাব উদ্দিন শাহীন ও তার অনুসারীরা তত্ত্বাবধায়কের কাছে টেন্ডারের শিডিউল চায়। এ সময় আমি আমার অফিসের কর্মকর্তাদের তাদের টেন্ডারের শিডিউল তৈরী করে দিতে বলি। শিডিউল দিতে দেরি করায় শিহাব উদ্দিন শাহীনের উপস্থিতিতে তার অনুসারীরা আমার গায়ে হাত তোলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার পর পরই হাসপাতালের মূল ফটকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আবদুল আজিমের নের্তৃত্বে হাসপাতালের ডাক্তার, ওয়ার্ড বয় ও নার্সরা বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা এড. শিহান উদ্দিন শাহীনের বিরুদ্ধে ফটকের ভিতরে স্লোগান দিতে থাকে এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনার দ্রুত সমাধান না হলে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মবিরতি পালন করবে বলে হুশিয়ারি দেয়। এসময় শিহাব উদ্দিন শাহিন তার অনুসারীদের নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শিডিউল কিনতে আমার সাথে আমার কোন অনুসারী হাসপাতালে যায়নি। অনেক ঠিকাদার শিডিউল কিনতে হাসপাতালে যায়।
সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।