নয়াপল্টনের সমাবেশে রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ এএম, ১ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩৮ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।
আজ মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিভাগীয় সমাবেশ হয়।
সকালেই শতাধিক নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত হন রনি। পরে বিভিন্ন থানা থেকে আরো কয়েকশ নেতাকর্মী রনির সাথে যোগ দেন। রনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশে অংশ নেন।
রনি জানান, কেন্দ্রীয় কর্মসূচীতে আমি এসেছি, জেলা বিএনপির কর্মসূচীতেও আমাদের নেতাকর্মীরা অংশ নিচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা নেত্রীর মুক্তির আন্দোলনে শুরু থেকেই রাজপথে ছিল আছে এবং আগামীতেও থাকবে।