বিএনপি না থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও থাকবেনা - মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ এএম, ১ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৫৮ এএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিদেশে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আরো বৃহত্তর পরিসরে আন্দোলন কর্মসূচি দেয়া হবে। করোনার মধ্যেও এই আন্দোলন চলবে।
আজ মঙ্গলবার বিকেলে দেশব্যাপী ১০টি সাংগঠনিক বিভাগে সমাবেশের অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস একথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সাথে ভালো আচরণ করবে এটিই আমরা আশা করি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথেও বর্তমান প্রধানমন্ত্রীর এমন আচরণই আমরা প্রত্যাশা করেছিলোম। বেগম খালেদা জিয়া না থাকলে, বিএনপি না থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও থাকবেনা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সভা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসমিন আরা হক খুকু ও যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারন সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুরের এই সাংগঠনিক বিভাগীয় সমাবেশে যোগ দিতে দুপুর হতেই ফরিদপুরসহ পাশর্^বর্তী জেলা ও উপজেলা হতে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার আগে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। এক পর্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে যান চলাচল বন্ধ।
সমাবেশ শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন বলেন, ইনশাআল্লাহ আরো বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। বিএনপি একটি সুশৃঙ্খল দল। সকলে সুশৃঙ্খলভাবে আন্দোলন কর্মসূচিতে অংশ নিবেন।