পাঁচবিবিতে ছাত্রদল নেতা নিহত আটক ৪, জানাজা সম্পুর্ণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩ এএম, ৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৩৯ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫) ও যুবলীগ সদস্য আনিসুর রহমান (৫০) ও মোজাহিদুল ইসলাম (৩০)।
আজ বুধবার নিহত ছাত্রদল নেতার জানাজার নামাজ বাদ আসর পাঁচবিবি দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং তাকে সরকারি কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে যুবলীগ সদস্য আনিছুর রহমান শিপনের সাথে বাক-বিতন্ডার জেরে সেখানে উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমের একি মোটর সাইকেল পুড়িয়ে দিলে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদল নেতারা। এ সময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮-১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করে। ওই ধাওয়ায় পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন মাটিতে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার পরই ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।