কোম্পানীগঞ্জে বিজয় দিবসে উপজেলা বিএনপির পুষ্পমাল্য অর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ পিএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১৮ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বিজয় র্যালি ও বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সামছুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল হক, সিনিয়ার সহসভাপতি তাসিব খায়ের রুবেল, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, সাংগঠনিক সম্পাদক হুসেইন মুহম্মদ এরশাদ প্রমূখ।