ঈশ্বরদীতে বিএনপির বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:২৬ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
গণমানুষের নেতা ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জাকারিয়া পিন্টুর সাংগঠনিক তৎপরতা ও দিকনির্দেশনায় এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল আয়োজিত দিনব্যাপী কর্মসূচী সফলভাবে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে সকাল ৮.৩০ টায় রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার পর বিজয় স্তম্ভমূখি স্মরণ বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এসময় রংবেরঙের পোষাক পরিহিত নেতাকর্মী সমর্থকরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ফেস্টুন, প্লাকার্ডে সুসজ্জিত হয়ে স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে ঈশ্বরদীর রাজপথ। শোভাযাত্রা শেষে বিজয় স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, যুগ্ম আহবায়ক হাজ্বী খায়রুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এসএম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্ট সরকার, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব এমকেএম সাজেদুজ্জামান জিতু, উপজেলা যুবদলের আহবায়ক শরিফুজ্জান বাবু, যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, সদস্য সচিব মেহেদি হাসান মেহেদী, পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক কমিটির আহবায়ক নাজমুল হাসান রিসাদ, সদস্য সচিব সরওয়ার জাহান শিশির, প্রস্তাবিত আহবায়ক কমিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাগর হোসেন রনি, সদস্য সচিব আক্তার ইমাম টনি, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান আয়নাল, কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক মাহমুদুল ইসলাম শাওন, সদস্য সচিব এমেল হোসেন প্রমুখ।