নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে গীর্জায় মান্নান-নিলুফার ফাউন্ডেশনের উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ এএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গীর্জাগুলোতে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কেক উপহার পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী বিএনপির সাবেক ভাইসচেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা আব্দুল মান্নানের মেয়ে ব্যারিষ্টার মেহনাজ মান্নান। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বক্সনগর,হাসনাবাদ ও গোল্লা গীর্জায় উপহার স্বরুপ কেক প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন,বক্সনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুন. সাবেক ছাত্রদলনেতা মনিরুজ্জামান মনির, মো. রফিকুল ইসলাম রফিক,আব্দুল বাতেন, ইউপি সদস্য শাহিনুর আলম,আরও উপস্থিত ছিলেন পারভেজ বাবুল,শহীদুল ইসলাম প্রমুখ।