ফরিদপুরে ৫ জানুয়ারি গণতন্ত্রের হত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ এএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৫জানুয়ারি গণতন্ত্রের হত্যা দিবস উপলক্ষে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে এলাকায় আজ বুধবার বেলা ১১টার সময় বিএনপি, জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ ৫ জানুয়ারি গনতন্ত্রের হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়াক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাফিজ, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন খানসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের নিকট দাবী জানান। তা না হলে আগামী দিনে কঠোর গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারী দেন।