লাকসামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৬ তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৩ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৩৫ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৬ তম জন্মবার্ষিকী লাকসামে ঝাঁকঝমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বুধবার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দোয়া মোনাজাতের মাধ্যমে দলের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করেন। পাশাপাশী দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামন করেও বিশেষ দোয়া করা হয়। উপস্থিত লাকসাম উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক মােঃ মির্জা সালাউদ্দিন আকবর বায়জিদ, সদস্য সচিব মােঃ আলী হােসেন ও যুগ্ম আহবায়কসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। লাকসাম উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংঠন সমুহের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুস্থ ও হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে বিশেষ খাবারও বিতরণ করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ের প্রায় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।