সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় ১১ বছরের এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৯ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:২৬ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় মোহাম্মদ তাসিব নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই ইউনিয়নে নৌকার সমর্থিত প্রার্থী লেয়াকত আলীর সমর্থকদের দায়ের কোপে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আজ সোমবার ৭ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দুপুর ১২টায় উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড কেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত তাসিব এলাকার জসিম উদ্দীনের ছেলে ও ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমানের ভাতিজা। সে উপজেলার মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।