দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সমাবেশে যোগ দিবেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৯ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
চাল, ডাল সয়াবিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী সোমবার (২৮ ফেব্রয়ারি) ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরমান সালেহ প্রিন্স।
এছাড়াও একই দাবিতে ২ মার্চ ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীন সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন বলেও তিনি জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাাদক শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. এমএ হান্নান খান, একেএম মাহাবুবুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাঈদ রায়হান প্রমূখ।
সংবাদ সম্মেলনে সৈয়দ এরমান সালেহ প্রিন্স বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় দ্রব্যমূল্য ঊর্ধমুখী। এতে সাধারণ জনগনের দূর্ভোগ সৃষ্টি হলেও সরকারের মন্ত্রী তা নিয়ে উপহাস করছে। আমরা নিত্য প্রযোজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি করছি।
তিনি আরও বলেন, আমরা জনগণের দাবি নিয়ে কর্মসূচী পালন করব। এই জন্য আমরা প্রশাসনের সহযোগীতা চাই। আশা করছি সাধারণ জনগণ আমাদের এই কর্মসূচীতে পাশে থাকবে।