দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ এএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৮ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, সরকারের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে এবং ভোগ্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকাল ৯ঃ৩০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো রাশেদ আলি, যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবীব, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, সম্রাট আব্দুল লতিব, মারুফ হোসেন, এম এ তাহের রহমান প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য ফারুক হোসেন, আতিক শাহরিয়ার আবির ,নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তুষার শেখ, আবু জুয়েল, রাসেল রানা সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।