না’গঞ্জে এবার স্ত্রী-ছেলে নিয়ে আ’লীগের কমিটিতে শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ পিএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৩:১৮ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জ এবার স্ত্রী-ছেলে নিয়ে নিয়ে ফতুল্লা থানা আ’লীগের পূর্নাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হলেন নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান, তার সহধর্মিনী জেলা মহিলা পরিষদের চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও ছেলে ইমতিনান ওসমান অয়ন। এরমধ্য দিয়ে আ’লীগের মূল দলে অভিষেক ঘটলো সালমা ওসমান লিপি ও ছেলে অয়ন ওসমানের।
এরআগে সালমা ওসমান লিপি মহিলা আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও অয়ন ওসমান প্রথমভাবেরর মতো আ’লীগের মূল দলে জায়গা করে নিলেন।
দীর্ঘ প্রতিক্ষার পর আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদলকে সভাপতি ও আলহাজ্ব এম শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। রবিবার (১০ জানুয়ারী) জেলা আ’লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের স্বাক্ষরিত ফতুল্লা থানা আ’লীগের কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটির কমিটির কার্য নির্বাহী সদস্য ১ থেকে ৩ নাম্বারে রয়েছেন শামীম ওসমান তার স্ত্রী সালমা ওসমান লিপি এবং একমাত্র ছেলে অয়ন ওসমান।
প্রসঙ্গত : শামীম ওসমান নারায়ণগঞ্জ মহানগর আ’লীগেরও সদস্য।