সোনারগাঁওয়ে বিএনপিকে দেশের শক্তিশালী দল গড়তে কাজ করছি - মান্নান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ এএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৩৯ পিএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁও থানা বিএনপিকে দেশের অন্য থানাগুলোর চেয়ে শক্তিশালী দল হিসেবে গঠন করা হবে। সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দল গঠন করছি।
আজ বৃহস্পতিবার সকালে নোয়াগাঁও ভিটিপারা এলাকায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য এসব কথা বলেন। দ্বি বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁও পৌর বিএনপি বিএনপি’র আহবায়ক হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপি’র সদস্য সচিব কাউন্সিলর মোতালেব হোসেন, পিরোজপূর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজিব, বৈদ্দ্েযরবাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাম্মৎ রোমা আক্তার, সোনারগাঁও থানা মহিলা দলের সাধারন সম্পাদীকা ছালমা আক্তার, সোনারগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন আবুবক্কর সিদ্দিক নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।