মীরসরাইয়ের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী আ’লীগ নেতা ও প্যানেল মেয়র রাজু ফের গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ পিএম, ১১ মে,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪৮ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার চাঞ্চল্যকর শাহাদাত হত্যা মামলায় মীরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ক্ষমতাসীন দল আ’লীগের স্থানীয় সাংগঠনিক সম্পাদক ‘শাখের ইসলাম রাজু’কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (১০ মে) চট্টগ্রাম জুডিশিয়াল আদালত-১ এর ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উক্ত আ’লীগ নেতা শাখের ইসলাম রাজু মীরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন।
নিহত যুবক শাহাদাত এর পরিবার অভিযোগ করে বলেন, একটি সু’নির্দিষ্ট হত্যা মামলার আসামী হওয়ার পর ও তিনি মাত্র ২ মাস ২৬ দিন জেল খেটে জামিনে বেড়িয়ে আসেন।
স্থানীয় একাধিক সূত্র থেকে প্রাপ্তÍ তথ্যে জানা গেছে, কাউন্সিলর রাজু ২০২১ সালের ২৫ জুন আজিম হোসেন শাহাদাত নামে এক যুবককে নিজ শয়ন কক্ষে অমানুষিক নির্যাতন করে হত্যা করে। এই ঘটনায় তখন শাহাদাতের পিতা আবদুল বাতেন বাদি হয়ে মীরসরাই থানায় প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত শাহদাতের গ্রামের লোকজন কমিশনার রাজুকে হত্যাকারী দাবি করে আন্দোলনে নামলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন। পরে মীরসরাই থানা পুলিশ তাকে প্রধান আসামি করে উক্ত হত্যা মামলার চার্জশিট দাখিল করে আদালত বরাবরে।
মীরসরাই থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়ালি উল্লাহ্ সাংবাদিকদের জানান, ‘এজাহারের বর্ণনা ও তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ী শাখের ইসলাম রাজুকে প্রধান আসামি করা হয়েছে।’ এদিকে মঙ্গলবার (১০ মে) মীরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোঃ আক্কাসের স্ত্রী মোছাম্মদ রাশেদা আক্তার চট্টগ্রাম প্রেস ক্লাবে কাউন্সিলর রাজুর বিরুদ্ধে এশটি সংবাদ সম্মেলন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে রাশেদা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, শাখের ইসলাম রাজুর সন্ত্রাসী বাহিনী তাদের পুরো পরিবারকে এলাকা ছাড়া করতে একের পর এক হামলা চালায়। যদি এলাকা না ছাড়ে পুরো পরিবারকে রাতের আঁধারে আগুন দিয়ে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরও বলেন, সন্ধ্যার পর থেকে বেশ কিছু লোক আমাদের বাড়ির আশপাশে ঘুরা ফেরা করার কারণে আমার পরিবার ও আশপাশের বাসিন্দারা মহাতঙ্কে দিন কাটানোর পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শাখের ইসলাম রাজু মীরসরাই পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তার নের্তৃত্বাধিনসন্ত্রাসী বাহিনীর মাদক, হত্যা, চাঁদাবাজি, জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। তার অত্যাচারে এলাকায় প্রতিনিয়ত মহাতঙ্ক বিরাজ করছে। তার অত্যাচারের কেউ মুখ খুলতে সাহস পায়নি একন ও পাচ্ছেনা। কেউ মুখ খুললেই তার ওপর চলে অমানবিক নির্যাতন। তার নির্যাতনে এলাকার অনেকেই পঙ্গু হয়েছেন বলে ও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।