

কুলিয়ারচরে ধান কাটা উৎসাহিত করতে মাঠে বিএনপি'র নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ১০:০৩ পিএম, ১৯ মে,বৃহস্পতিবার,২০২২

দুর্যোগ প্রবণ আবহাওয়ার কারণে বোরোধানের ক্ষতির আশংকায় কৃষি অফিসের পরামর্শমত বরোধান কাটা উৎসাহিত করতে প্রতীকী ভাবে ধান কাটার জন্য মাঠে নেমেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিএনপি'র নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার (১৩ মে) সকালে উপজেলার দাঁড়িয়াকান্দি এলাকায় উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাতের নেতৃত্বে ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহন করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন রতন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এনায়েত উল্লাহসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।