সবাই আরামে আছেন তো সব ভুলে গেছেন - জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ এএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩২ পিএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
আজ সবাই আরামে আছেন তো, এ জন্য অনেক কিছু ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে ছাত্রলীগ নেতাদের মারমুখী আচরণের সচিত্র সংবাদ প্রকাশের পর ক্ষোভ ঝেড়ে একথা বলেন তিনি।
আজ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আল নাহিয়ান খান জয় এ ক্ষোভ ঝাড়েন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ছাত্রলীগকে নিয়ে নেতিবাচক সংবাদ করায় গণমাধ্যমেরও সমালোচনা করেন ছাত্রলীগের সভাপতি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জয় বলেন, বাংলাদেশে শিবিরকে নিয়ে রগ কাটা শুরু করেছিল বিএনপি। আজকে সবাই আরামে আছেন তো, ঘুমাতে পারেন তো, এ জন্য অনেক কিছু ভুলে গেছেন। আপনারা মনে করে দেইখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম করত ছাত্রদল। জিয়াউর রহমানের পথ ধরেই খালেদা জিয়াও তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে বই-খাতা তুলে দিয়েছেন। দেশের স্বাধীনতার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এ ইতিহাস আপনারা ভুলে গেছেন? ছাত্রলীগ গানে-গানে, কবিতার মাধ্যমে কথা বলতে পারে, আবার ছাত্রদলের গুন্ডাদের রাজপথেও মোকাবিলা করতে পারে। আমাদের খারাপ দিকগুলো নিয়ে সংবাদ করলে আমরা সাধুবাদ জানাব। কিন্তু তথাকথিত সুশীল হবেন না। ছাত্রলীগের নেতা-কর্মীরা নিঃস্বার্থভাবে দিনরাত পরিশ্রম করেন, তারা অর্থের পেছনে ছোটেন না বলে দাবি করেন আল নাহিয়ান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, মধুর ক্যানটিন, রাজু ভাস্কর্যে তারা (ছাত্রদল) রাজনীতি করেছে। ছাত্রলীগ তাদের কোনো বাধা দেয়নি। কিন্তু বহিরাগত এনে তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এর দায়দায়িত্ব কে নেবে? আপনারা নেবেন? কিছু হলেই আপনারা বলেন যে, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললেই কি সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ হয়ে যায়? এ ধরনের কথাবার্তা থেকে সরে এসে আপনারা সত্য তুলে ধরুন। তথাকথিত অছাত্রদের মায়াকান্না দেখে বিভ্রান্ত হবেন না। গেস্টরুমকে বারবার টর্চার সেল বলে মিথ্যাচার করে কেন আপনারা ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করেন? ছাত্রলীগ আছে বলেই আপনারা আরামে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা ছাত্রদলের পক্ষে সংবাদ করেন। তাদের বলতে চাই, আপনারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবেন। দয়া করে ছাত্রলীগকে মিথ্যা অপবাদ দেবেন না।