ধামরাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৪১ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪
ধামরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বিকেল ২ টার দিকে ধামরাই পৌর শহরের পাঠান তোলা এলাকায় ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহাম্মেদ।
তিনি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে লাল পতাকা উপহার দিয়েছেন, তিনি ছিলেন ক্ষণ জন্মা পুরুষ। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না ।
প্রধান বক্তা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি ঢাকা জেলা স্বে"ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামিল হোসেন, পৌর স্বে"ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ মোল্লা, শিশির ফেরদৌস, খুররম চৌধুরী, ইবাদুল হক জাহিদ, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সহ-সভাপতি টি এস খাঁন খসর", ধর্ম বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিয়াক আহাম্মেদ। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে সবার মাঝে তোবারক বিতরণ করেন ।