জামালপুরে বিএনপির গায়েবানা জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজা করেছে জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ গায়েবানা জানাজা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, সজিব খান, মাইন উদ্দিন বাবুল, লিয়াকত আলী, শাহ মাসুদ, গোলাম রব্বানীসহ অনেকে।