ছাত্রনেতা নুরে আলম এর মৃত্যুতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নিন্দা ও শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৪ পিএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৩২ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে গত ৩১ জুলাই ২০২২ দেশব্যাপী জেলায় জেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে পুলিশের গুলিতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী আব্দুর রহিম নিহত হওয়ার পর গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম আজ বুধবার রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নুরে আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "প্রতিদিন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ ও অবনতিশীল। দেশের আইন শৃঙ্খলার চরম অবনতির ফলে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি'র শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার খেলায় মেতে উঠেছে। আর এধরণের পৈশাচিক ও নির্মম কর্মকান্ড সংঘটিত হচ্ছে রাষ্ট্রীয় মদদে। গত ৩১ জুলাই ২০২২ ভোলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বেপরোয়া গুলিবর্ষণ এবং এতে ঘটনার দিন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম আজ মৃত্যুবরণ করার ঘটনা অবৈধ সরকারের আমলে নির্মমতার নিরবচ্ছিন্ন অংশ। বিএনপি'র আন্দোলন দমাতেই সরকারের নির্দেশে পুলিশ এই বর্বরোচিত, লোমহর্ষক ও পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। বর্তমান আওয়ামী সরকারের প্ররোচনায় পুলিশ কর্তৃক দুটি তাজা প্রাণ কেড়ে নেয়ার ঘটনায় প্রমাণিত হয়-সরকারের পায়ের নীচের শেষ মাটিটুকুও আর অবশিষ্ট নেই। তারা সন্ত্রাসের ওপর নির্ভর করেই টিকে থাকতে চায়। কিন্তু জনগণ অবৈধ আওয়ামী সরকারের পতন ঘটাতে এখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসতে শুরু করেছে। যেকোন মূহুর্তে আওয়ামী নিশিরাতের সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে।"
নেতৃদ্বয় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।