সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৪৫ পিএম, ৯ অক্টোবর,
বুধবার,২০২৪
ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ও ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষনে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাঁধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তারেক মিয়ার পরিচালনায়।
উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুশিয়ার আলম, ওবায়দুল ইসলাম, আনোয়ার আলম, কাজী মিসবাহ, সহল চৌধুরী, এইচ এম নাসির, তৌহিদুর রহমান সদস্য শিশির, সদর থানা ছাত্রদলের আহবায়ক রমজানুল করিম পাপন, সদস্য শাহ রাহুল, দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান চৌধুরী সাজু, ছাতক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকি মোহিত, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোহিনূর আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মমিনুর রহমান পীর শান্ত, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম মিয়া, সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক সাখাওয়াত, সদস্য পাবেল, পৌর কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াহিয়া হাসান, যুগ্ম আহবায়ক রাসেল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউর রহমান সোহাগ, দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইস্মাউজ্জামান উজ্জ্বল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম কে হত্যা করায় তীব্র নিন্দা জানায়।