প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির জিয়ারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৮ পিএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪২ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এসময় তারা শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন ও ফাতেহা পাঠ করেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।