জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষ খেয়ে-পরে বেঁচে থাকার অধিকারটুকুও হারাবে : আবু সুফিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩২ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, সরকারের তথাকথিত উন্নয়নের মিথ্যা ও কল্পকাহিনীর ফিরিস্তি শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত ও বিরক্ত। এমনিতে দ্রব্যমূল্যের বেসামাল ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা, তার ওপর মধ্যরাত থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ খেয়ে-পরে বেঁচে থাকার অধিকারটুকুও হারাতে বসেছে।
আজ রবিবার স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম হত্যা এবং জ্বালানী তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন। দোস্তবিল্ডিং দলীয় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাঈনুল হক চৌধুরী পলাশ, সদস্য সচিব কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা হাজী নজরুল ইসলাম আহবায়ক, পটিয়া পৌরসভা কৃষক দল আবদুল করিম, সিনিয়র যুগ্ম আহবায়ক পটিয়া উপজেলা কৃষক দল আবু বক্কর, সদস্য সচিব পটিয়া উপজেলা কৃষক দল হারুনর রশীদ, সাধারণ সম্পাদক আনোয়ারা, উপজেলা কৃষক দল জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারা, উপজেলা কৃষক দল দিদারুল আলম লিটনসহ প্রমুখ।
আবু সুফিয়ান বলেন, শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে শতকরা প্রায় ৫০ ভাগ। জ্বালানি তেল দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ, কৃষি ও শিল্প উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। খাদ্যপণ্যসহ শাকসবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। এমনিতেই গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। পরিবহন এবং গণপরিবহনের ভাড়ায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। তাতে মূলত নিম্ন আয়ের মানুষ চরম সংকটের মধ্যে পড়বে। তিনি ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, এই সরকার আজ দানবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারকে হটানো আজ সবার জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষের গণদাবি নিয়ে বিএনপি যখন গণ-আন্দোলনের ডাক দিয়েছে তখন এই ফ্যাসিস্ট সরকার তাদের পেটুয়া পুলিশবাহিনী দিয়ে গুলি করে হত্যা করলো আব্দুর রহিম ও নূরে আলমকে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দিন বলেন, সরকার যে দুর্নীতি করছে তার প্রমাণ মধ্যরাতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী বাড়িয়ে দেয়া। এই বৃদ্ধি জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে। পরিবহন, নিত্যপণ্যসহ সর্বক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এই সরকার টিকে আছে ভয়ভীতি, হত্যা ও দমন-পীড়ন করে। রহিম ও আলমের আত্মত্যাগ চলমান সংগ্রাম ও গণতন্ত্র ফিরিয়ে আনার গণআন্দোলন আরো বেগবান করবে।
তিনি বলেন, এই সরকার টিকে আছে ভয়ভীতি, হত্যা ও দমন-পীড়ন করে। রহিম ও আলমের আত্মত্যাগ চলমান সংগ্রাম ও গণতন্ত্র ফিরিয়ে আনার গণআন্দোলন আরো বেগবান করবে।