বেগম খালেদা জিয়া মানেই গণতন্ত্র : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১১ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
আজ মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (সংসদীয় আসন-৩) কক্সবাজার পৌরসভা, সদর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন বেগম খালেদা জিয়া হচ্ছে গণমানুষের নেত্রী, গণতন্ত্র বলতেই বিএনপি, দেশের সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আমি দেশনেত্রীর ৭৭তম জন্মবার্ষিকীতে ওনার রোগমুক্তি ও নেক হায়াত কামনা করছি সেই সাথে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।
এছাড়া উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সদর বিএনপির সভাপতি আবদুল মাবুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি সহ কক্সবাজার সদর আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজ্বী দিল মোহাম্মদ, এসময় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও যারা আহত হয়ে অসুস্থ অবস্থায় আছে তাদের সবার সুস্থতা কামনায় দোয়া করা হয়।