হাটে হাড়ি ভেঙে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী হাটে হাড়ি ভেঙে দিয়েছেন উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রমানিত হয়েছে, আওয়ামী সরকার গণ ধিকৃত এবং বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে ও থাকতে চায়।
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তারাকান্দা উত্তর বাজারে ওইশি রাইস মিলে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বক্তব্য রাখেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেস আলী মামুন, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.নুরুল হক, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, হাফেজ আজিজুল হক, সৈয়দ এনায়েতুর রহমান, হানিফ মোঃ শাকের উল্লাহ, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সিদ্দিকুর রহমান, আমিরুল ইসলাম ভূইয়া মনি, মাসুদ রানা খান, আবদুস সালাম প্রমুখ।
কর্মী সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, গণ আন্দোলনে শোচনীয় পতনের ভয়ে ভীত হয়ে জনবিচ্ছিন্ন সরকার পাগলের মত আচরণ করছে। লজ্জা শরমের মাথা খেয়ে টিকে থাকতে বিদেশীদের পা ধরছে। এসব করে জনদূর্ভোগ সৃষ্টি কারী সরকারের শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অপরিনামদর্শী সিদ্ধান্তে দেশ আজ লন্ডভন্ড। লোডশেডিং এ মানুষ বিপর্যস্ত। প্রতিটি পণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। মানুষের ঘরে ঘরে কান্না। এ অবস্থায় সরকারের মধ্যেও অস্থিরতা সৃষ্টি হয়েছে।
মন্ত্রীরা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জনগণের সাথে উপহাস করছে। তিনি দলকে অধিকতর শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে আন্দোলন সফল করার আহবান জানান।
অ্যাড. ওয়ারেস আলী মামুন বলেন আওয়ামী লীগ সরকারের পায়ের নীচে মাটি নাই, সেজন্য তারা বিদেশের করুনা কামনা করছে। তিনি বলেন, সরকার ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ না করলে গণ অভ্যূত্থানে সরকারের শোচনীয় পতন হবে।
ইয়াসির খান চৌধুরী সাংগঠনিক পুনর্গঠনের কাজ ত্বরান্বিত করার আহবান জানিয়ে বলেন সংগঠন ও আন্দোলন একই সাথে চলবে। এর মধ্য দিয়েই যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে।
অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম নেতাকর্মীদের প্রতি সংগঠন পুনর্গঠন কাজে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলকে অধিকতর শক্তিশালী করে গণ আন্দোলন জোরদার করতে হবে।
মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবে।