অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ পিএম, ২১ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫১ পিএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট ২০২২ ইং তারিখ থেকে ধারাবাহিক ভাবে কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রবিবার রামু উপজেলাধীন দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, সরকারের ভয়াবহ লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামছে না। এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছে। দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। জনগণ ফুসেঁ উঠছে। অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে ইনশাআল্লাহ।
এসময় কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের দুঃখ দুর্দশা লাগবে বিএনপি আন্দোলন করছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ জনগণের অসহনীয় কষ্টের কথা চিন্তা করে এটাকে পলিটিক্যাল এজেন্ডা করে দিয়ে আগামী ২২ই আগস্টের পরে লাগাতার কর্মসূচি ঘোষনা করেছে। এই কর্মসূচি শতভাগ সফল করতে গ্রামে গ্রামে গিয়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান বিএনপি'র এই কেন্দ্রীয় নেতা।
দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খাঁনের সভাপতিত্বে ও রামু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনচারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, রামু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, রামু সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, উপজেলা বিএনপি নেতা জাবেদ ইকবাল, মুজাহের মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার, বিএনপি নেতা আব্দুল করিম ভুট্রো,শাহজাদা মামুন চৌধুরী, আবু তাহের মেম্বার, মোক্তার মেম্বার,আবদুস সালাম,রহিম বলী,আবুবক্কর মীর, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল হাসান পারভেজ, সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ভুট্রোসহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।