এই স্বেরাচারী সরকারের সময় শেষ পতন শুরু : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১২:০৫ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
আজ সোমবার জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আজ সোমবার থেকে ধারাবাহিক ভাবে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, এই সরকার জনগনের সরকার নই, এই সরকার মধ্যরাতের সরকার, এরা মধ্যরাতকে বেশি ভালোবাসে, সবকিছুর দাম বাড়ায় মধ্যরাতে, ভোট নেই মধ্যরাতে, দেশের রিজার্ভ ফান্ড নষ্ট করেছে, মানুষের স্বাধীনতা খর্ব করেছে, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে,
এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, দেশ এখন শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থায় আছে, বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, জাতি এখন সংকটে, এখনই সময় এই নিশিরাতের সরকারের বিদায়ী ঘন্টা বাজানোর, দেশের সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে বিএনপি সাধারণ মানুষের সাথে আছে, এই সরকার পতনের আন্দোলনে সবাইকে একসাথে থাকার আহ্বান জানান এই কেন্দ্রীয় নেতা।
ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক জুলকার নাইন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন বদি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামশুল আলম, সাবেক ছাত্রনেতা হামিদ উল্লাহ, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রাশেদুল করিম রাশেদ, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন, সদর শ্রমিক দলের সদস্য সচিব বুলবুল সিকদার, সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজল হক, ঝিলংজা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রশিদ আহমদ, সদস্য সচিব মুফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইসমাইল কোম্পানি, ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার ওসমান, ঝিলংজা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব ছুরুত আলম রানা, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল আজিজ রুবেল সহ ঝিলংজা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।