গাবতলীতে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৪ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৮ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি গাবতলীতে পালন করা লক্ষে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে নাড়ুয়ামালা বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, শাহাদৎ হোসেন, খান সাগর, কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন, নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু, দুর্গাহাটা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর মোরশেদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ সম্রাট, যুবনেতা বেলাল, সাইফুল, গোলজার, থানা সেচ্ছাসেবক দল আহব্বায়ক রাকিবুল হিরু, যুগ্মআহবায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব সুজা, থানা ছাত্রদল সভাপতি এম আর হাসান পলাশ, পৌরসভাপতি জাকিরুল ইসলাম, ছাত্রদল নেতা ডিটল, তৌকির, মোস্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।