ঢাকা সহ সারাদেশে ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ২৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
গত রবিবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ঢাকাসহ সারাদেশে ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ কালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রুহুল আমিন সোহেল ও তার কর্মীদের উপর হামলা করে ক্ষমতাশীন সংগঠনের কর্মিরা। এতে সোহেলসহ প্রায় অনেকেই গুরুত্বর আহত হন।
আজ বুধবার বিকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিট এক বিক্ষোভ কর্মসূচী পালন করে।
এসময় তারা, হামলাকারীদের বিচারের দাবি জানায়। এছাড়াও গতকাল মঙ্গলবার ঢাবিতে ছাত্রদলের উপর হামলার তিব্র নিন্দা জানান।