মাদারীপুরে হামলার অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:৪৫ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন দাবি করা হয়েছে।
আজ রবিবার রাত সাড়ে নয়টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শিবচর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা চলাকালেই এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচরের খান ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে মাসুদ পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য আহতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফ সরদার, ইরাদ মুন্সিসহ ১০জন।
স্থানীয় ও ভুক্তভোগীর সূত্রে মতে জানা যায়, ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করা লক্ষ্যে শিবচর উপজেলার পাচ্চর এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা চলাকালেই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আহত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, আমরা ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সাথে এক আলোচনা আয়োজন করলে স্থানীয় চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান মুন্সির নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আমাদের উপর হামলা চালায় এবং সভা পণ্ড করে দেয়। এতে আমিসহ ১০ জন নেতাকর্মী আহত হয়। আমরা এদের বিচার চাই।
মাদবরের চর ইউনিয়নের চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি।
হামলার বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ রকম ঘটনা আমার জানা নেই।