তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে দুঃস্থদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১১:১৯ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে দুই শতাধিক এতিম শিক্ষার্থী ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে দক্ষিণ জেলা যুবদল।
আজ সোমবার দুপুরে নগরীর কালী শঙ্কর গুহ রোড এলাকায় বর্নাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি।
এ সময় দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. এম.এ হান্নান খান, শামীম আজাদ প্রমূখ।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম খান রাজু।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ করে না। স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। তাকে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে।