বিজয় দিবসে কুষ্টিয়া জেলা বিএনপির র্যালি ও শ্রদ্ধার্ঘ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২২ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫৭ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
অবিস্মরণীয় বীরত্বগাথা ও গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। ৫১ পেরিয়ে ৫২'তে পদার্পণ করা বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। এইদিনে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল স্বাধীনতা অর্জনের মাধ্যমে। পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পরাজিত করে বাংলার মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে নিয়েছিল বিজয়ের সূর্য।কুষ্টিয়া জেলা বিএনপি এদিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। এ উপলক্ষ্যে দলটির নেতাকর্মীরা র্যালি ও কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড, শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুমারখালি উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাতিল মাহমুদ সহ বিএনপি ও দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।