সরকার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব : ময়মনসিংহ ছাত্রসমাবেশে বক্তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পিএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৩:০৪ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সরকার পতন না হওয়া পর্যন্ত জীবনবাজি রেখে মাঠে থাকব বলে অঙ্গিকার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ জেলার সাবেক নেতারা। এ সময় অচিরেই ফাসিবাদি আওয়ামী সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে বলে বর্তমান ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান তারা।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কে সংগঠনের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর ছাত্রদল আয়োজিত ছাত্রসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত সাবেক ছাত্রনেতারা তাদের বক্তব্যে এই অঙ্গিকার ব্যক্ত করেন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার পতন না হওয়া পর্যন্ত জীবনবাজি রেখে আপনাদের পাশে থাকব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন- টেইক ব্যাক বাংলাদেশ। আমরা এই কথাটিকে মনে রেখেই রাজপথে আছি, রাজপথে থাকব।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আরেক যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। তবেই সরকার পতন আন্দোলনে আমরা সফল হব বলে বিশ্বাস করি।
সমাবেশে মহানগর ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।
এ সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক খান মেহেদী হাসান, মোজাম্মেল হক টুটু, সাবেক সভাপতি শামীম আজাদ, রোকনুজ্জামান সরকার রোকন, সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দৌল্লাহ সুজা প্রমূখ।
প্রসঙ্গত, এই ছাত্রসমাবেশে মহানগর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করে।