

বাগবাড়ীতে কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৬ পিএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:০০ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্মরণ সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, যুক্তরাজ্য শাখার আয়োজনে নশিপুর ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা রাজ্জাকুল আমিন রোকন তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, শহর যুবদলের যুগ্ম সাঃ সম্পাদক সৌরভ হাসান ও তারিক মজিদ সোহাগ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মিল্লাত হোসেন, বিএনপির নেতা আব্দুল মান্নান, জহুরুল হক সজল, ইউপি সদস্য ওবাইদুল হোসেন রনজু, বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইয়াছিন আলী, ফজলুল হক ফটো, আমিনুল ইসলাম তালুকদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক আনজু মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পোটল, ইউনুছ আলী গেদা, মমিনুল ইসলাম মমিন, যুবদল নেতা রফিকুল ইসলাম নান্টু, আপেল, মিল্লাত, সুমন, সোহাগ, জাহিদ, জেরিন, রাজ্জাক, সাজিু, মমিন, সাইফুল, শফিকুল, ছাত্রদল নেতা মাসুদ রানা, রাশেদ, মিনহাজ, সুমন, মামুন, সাখাওয়াত, জনি, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী, আল আমিন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওঃ আব্দুর রাজ্জাক। এরপূর্বে অতিথিবৃন্দ এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিএনপি নেতাদের শক্তি কমে আসছে : ওবায়দুল কাদের

আমি আওয়ামী লীগ করি না, বঙ্গবন্ধুর রাজনীতি করি : বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

জনগণের কাছ থেকে টাকা লুট করতেই সরকার বিদ্যুতের দাম বার বার বাড়াচ্ছে : ড. মোশাররফ

বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন
