আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২৫ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:১৯ এএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গিয়েছে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আর বিএনপি ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে।
আজ বুধবার ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
তিনি আরো বলেন, বিএনপির ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আগামী দিনে এই সরকারের বিধায় ঘন্টা বাজিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আন্দোলনে আমরা রাজপথে থাকবো। তিনি দলীয় সকল নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ তার মালিকানা, ভোটাধিকার, আইনের শাসন এবং জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়। এবার জনগণ স্পস্ট বার্তা দিয়েছে-অবৈধ ফ্যাসিস্ট, দখলদার, অনির্বাচিত ও নির্যাতনকারী সরকারকে এবার বিদায় নিতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের একটাই দাবি এই সরকারকে বিতাড়িত ও পতন করা। শেখ হাসিনার সরকারের অধীনে ১৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আগামীতেও তার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হলে, এই বার আর ভোট চুরি করতে দেয়া যাবে না। ভোট চোরদের হাতে নাতে ধরতে হবে।
বাংলাদেশের জন প্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃতে বিএনপিসহ সাধারন মানুষকে নিয়ে যুগপৎ আন্দোলনে গণঅভূত্থানের মধ্যে দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপির আওতায় ৭টি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।